কাব্য দোকানদার

দেবব্রত নীল

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একদা এক কবির ছিল চাঁদের অধিকার

জ্যোৎস্না দিয়ে গাঁথতো মালা, কাব্য দোকানদার।

ফুলের বনে মৌমাছিদের সঙ্গী হয়ে রোজ

প্রজাপতির পাখনা মেলে করতো তারার খোঁজ।

গাছের শাখে বায়স হয়ে ফুল ফুটিবার আগে

রবির কিরণ ছড়িয়ে দিত দৃপ্ত অনুরাগে।

আকাশ নীলার রংধনুতে নীল মেঘেদের আড়ে

শ্রাবণ হয়ে পড়ত ঝরে এই ভব সংসারে।

অচেনা এক গুলবাগিচায় হয়ে ফুলের মধু

আনল কিনে দুঃখ মালা অন্ধ বধির বধূ।

শব্দ ভুলে বন্দি হলো প্রেমের কারাগার

একদা যে কবি ছিল কাব্য দোকানদার।