জীবনের আয়না ঘরে

আবু রায়হান

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

টিপ টিপ শব্দ করে,

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে।

কদম ফুলের পাতা নড়ে।

সন্ধ্যে হলে জারুল গাছে হুতোমপেঁচা ডাকে।

টুনটুনিটা আগের মতোই পুকুর পাড়ে থাকে।

শুধু মোমের বাতিটা আর জ্বলে না তাঁর পড়ার ঘরে ,

হালকা বাতাসে নিভু নিভু করে।

টেবিলের পাশে পড়ে আছে একটি পুরোনো ছেঁড়াপত্র।

উপরে কাঁচা হাতের বর্ণবিন্যাস,

প্রিয়া, তোমার চোখের সুরমা দিয়ে একটি চিঠি লিখে দিও।

পাখির খাঁচাটা শূন্য পড়ে আছে।

জড়িয়ে আছে বাড়ির আঙিনায় কিছু লতাপাতা আর দূর্বা ঘাস।

কে যেন নেই , শুধু রয়ে গেছে স্মৃতির অ্যালবামে তাঁর বদ্ধ নিঃশ্বাস!

সন্ধ্যা হলে পরে,

লাল বইটি জড়িয়ে ধরে,

কে যেন আর আসবে না ঘরে!

কার পায়ের নূপুর যেন আর বাজবে না রিনঝিন করে!

কে যেন আর বলবে না অভিযোগ করে!

আমি একা কেন জীবনের আয়না ঘরে?

আজ তাকে খুব মনে পড়ে।