আলো
মো: সাখাওয়াৎ হোসেন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলো হলো পাহাড়ের উপর ভোরের শব্দণ্ড
পৃথিবী যখন স্থির থাকে তখন সোনালি নীরবতাণ্ড
এটা গভীর বনের পাতার মধ্য দিয়ে নাচে
এবং ছায়া যে স্বপ্নগুলো ধরে রাখে সেগুলো দেখে।
এটা মোমবাতিতে ঝিকিমিকি করে- কোমল এবং উষ্ণ-
ঝড়ের মধ্য দিয়ে একটি আলোকবর্তিকাণ্ড ঝড়ের বিরতি-
একটি তারা এবং একটি জোনাকির হৃদয়ে,
এটা আমাদের বলে যে আমরা যা জানি তার চেয়েও বেশি কিছু আছে।
আলো হলো এমন একটি প্রশ্ন যা মহাবিশ্ব জানে-
নীরবতা ও সকালের মধ্যে নিঃশ্বাস যা নিয়ে আসে-
এটা বৃষ্টিতে বেঁকে আকাশকে ছড়িয়ে দেয়-
রঙে ক্লান্ত আত্মাদের উড়তে শেখায়।
এটা সেই চোখে বাস করে যারা বিশ্বাস করার সাহস করে-
আশায় আমরা দান করি এবং অনুগ্রহ আমরা গ্রহণ করি-
যদিও রাত্রি একটি গম্ভীর শপথ নিয়ে নেমে আসতে পারে
আলো সবসময় এখনকার পাশে অপেক্ষা করে।
