প্রিয় কাজী নজরুল

আব্দুস সাত্তার সুমন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রিয় কাজী নজরুল কবি

কাব্যের অধ্যয়ন,

সংগ্রামী সাম্যের চেতনা

তারুণ্যের মুক্তিপণ।

চুরুলিয়ায় জন্ম তাহার

কষ্টে জীবন বয়ে...

জিন্দেগি তার লেখনীতে

ক্ষুধার জ্বালা সয়ে।

সবার তরে বিলিয়ে গেছেন

লেখায় তাহার নূর,

বজ্রকণ্ঠে জাগ্রত গান

স্বাধীনতার সুর।

কাজী নজরুল বিদ্রোহী সে

ছন্দস্বরের কবি,

বাংলাভাষার সাহিত্যের এক

উজ্জ্বলিত রবি।