বিদ্রোহী নজরুল

আসাদুজ্জামান খান মুকুল

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রেমের কবি দ্রোহের শিখা, মানবতার দিশারী,

জাতি-ধর্মের গণ্ডি পেরিয়ে চলেছ আঁধারী।

সম্প্রদায়ের দেয়াল ভেঙে তুলেছ সাম্যের গান,

চিত্তবীণার ঝংকারে হয়েছ মহীয়ান।

ধর্মান্ধতার বন্ধন ছিঁড়ে মানুষ পেয়েছে স্থান,

বলেছ এক বৃন্তে ফোটে হিন্দু-মুসলমান।

তুমি নব দিগন্তে দিয়েছ আলোর ধারা,

দুঃশাসনের অন্ধকারে তুলেছ তুমুল সাড়া।

অগ্নিবীণার ঝংকারে ঘুচে দাসত্বের লাঞ্ছন,

অধীনতার শিকল ভেঙে করো মুক্তির আহ্বান।

তুমি অগ্নিগিরির শিখা! চেতনার মহাবীর,

অন্যায়কে করে ছারখার উঁচু রেখেছ শির।

তুমি রণবীর! ধূমকেতু! বুলেটের বিস্ফোরণ,

প্রলয়ের রুদ্র ছোবলে কেঁপেছে ভুবন।

ভণ্ডামির দেয়াল ভেঙে করেছ সত্যের জয়,

দুর্দান্ত সাহসে এঁকেছ সৌন্দর্য অম্লানময়।

তুমি দুর্জয় নির্ভীক বীর, দুর্বার,কোলাহল,

তুমি পথশিশু যাযাবর, খরস্রোতা নদী জল।

সংকীর্ণতার শৃঙ্খল ছিঁড়ে দিয়েছ প্রেমের জয়,

তোমার ঔদার্যে নারী পেল প্রতিভার মহিমাময়।

আকাশ-বাতাসে চুমে আজও তোমার পদধূলি,

যুগে যুগে রবে অম্লান তোমার কীর্তিগুলো।

সাম্যের কবি প্রেমের কবি বিদ্রোহী অনন্য,

তোমার মহিমায় হলো নিখিল ভুবন ধন্য।