কষ্টের নদী বেদনার পাহাড়
রহমান মল্লিক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেন বা হলো জুলাই-আগস্ট
কেন বা বুলেট বোমা
কষ্টের নদী বেদনার পাহাড়
হয়েছিল খুব জমা।
বেদনার ভার একটু কমেছে
ওই ঘটনার পর
এখন আবার বিভেদের বাণে
গায়ে উঠে গেলো জ্বর।
এতটা রক্ত এতটা সময়
এত প্রাণ হলো ক্ষয়
দলকানা আর ভণ্ড সাধুরা
গাহে স্বার্থের জয়।
জাতীয় পতাকা জাতীয় সংগীত
সহে না ‘বাংলাদেশ’
বক্ষ চিড়িয়া দেখেছি তোমার
শুধুই হিংসা-বিদ্বেষ।
