প্রথম চেয়ে দেখা

জিয়াউদ্দিন লিটন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তোমার চোখে আমি হারাই, আকাশ খুঁজে পাই,

নীরব বাতাসে শুধু তোমার নাম বাজে।

বুকের ভেতরে অজানা ঝড় উঠে যায়,

আমি দাঁড়াই শুধু তোমার দিকে তাকিয়ে।

সেই মুহূর্তে শব্দ হারায়, সময় থমকে যায়,

চোখের ইশারায় হৃদয় পুড়ে যায়।

?‘প্রথম দেখায় ভালোবাসা চুপচাপই চিরকাল থাকে।’

হাওয়া বলে, তুমি আমার জন্যই এসেছো।

চাঁদের ছায়া তোমার পথে

তোমার হাসি যেন চাঁদের আলো।

একা থাকলেও মনে হয় তুমি পাশে,

নীরবতা সবকিছু বলে।