শরতের নিঃসঙ্গতা
আসাদুজ্জামান খান মুকুল
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরতের আকাশ গভীর নীল,
তার স্বচ্ছতায় ভেসে ওঠে তোমার চোখ।
কাশফুল দোলে হাওয়ার তালে,
তার সাদা ঢেউ মনে করায় তোমার হাসি।
হঠাৎ দূরে বাঁশির সুর বাজে,
কে বাজাচ্ছে জানি না,
তবু মনে হয় সেই সুর
তোমার অনুপস্থিতির ভাষা।
সন্ধ্যা নামছে ধীরে,
শিউলির গন্ধে ভরে উঠছে চারপাশ,
আর আমি হাঁটছি একা,
প্রতিটি পা পড়ে ফাঁকা নীরবতায়।
চাঁদের জ্যোৎস্নায় স্নাত হয় প্রান্তর,
তোমার ছায়া এসে দাঁড়ায় পাশে,
কিছুক্ষণ থাকে, আবার মিলিয়ে যায়।
শরতের দীর্ঘ রাত
শুধু তোমার নামের প্রতিধ্বনিতে ভরে।
