তামাশা
আব্দুল্লাহ নাজিম আল মামুন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাছের ডাল থেকে ফুল ঝরে পড়ার মতো
মৃত পাখিরা ঝরে পড়ছে উঠোনে
শহীদদের রক্তে লাল হয়ে উঠেছে ওহুদের প্রান্তর।
কারবালার ময়দান থেকে রক্ত-নদীর স্রোত
বয়ে এসেছে গাজায়, পবিত্র আল আকসায়।
তবুও মেরুদণ্ডহীন কবিরা লিখছেন
এই পৃথিবী কতই না সুন্দর!
