হাত
সুহিতা সুলতানা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
একবার আমার এ হাত ঘাতকের বিষে নীল ছিল
পথের সমস্ত কাঁটা মুখোশের আড়ালে ছিল অন্তর্হিত
রক্তাক্ত সন্ধ্যায় নিঃশব্দে জ্যোৎস্না ডুবে যায়
বস্তত সপক্ষে কিছুই ছিল না
তখন দাঁতের দর্পণ সমস্ত শুদ্ধতা চকিতে আড়াল
করে রাখো। ধারালো দাঁত দিয়ে মেধা ও কবিতা
চিবিয়ে খায় অতিদ্রুত
দিন ও রাত্রির মুখোমুখি আমার এ হাত
লাল ও নীলের সমারোহে অদৃশ্যমান ঢেউয়ের মতোন
কুণ্ডলী পাকায় অনবরত
চারদিকে যখন কিছুই থাকছে না
তখন ধোয়ার কুণ্ডলী
অবৈধ মেঘের সুহৃদ
এক দীর্ঘকায় ছায়াক্রোধে অগ্নিমুখ
রূপালি চাবুকে ক্ষতবিক্ষত করছে আমার নিপুণ হাত
সব সংঘের চকিত চাহনি পেছনে ফেলে
দুঃসহ শুদ্ধতা চাই
সোনালি হৃদয় চাই
আত্মবিনাশের আগে আমি অন্তত
আমার সেই নক্ষত্র-হাত চাই
