অদেখা

সুদেষ্ণা মৈত্র

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কী বসাও অস্ফুট ডালে

অবিরাম জোনাকি জেনেছে

আলো যত বেশি ভারী হয়

কোটরে মাথা নামিয়ে

নিজেকেই বলি দিতে হয়।

অতএব, ছায়া-ফুল-হাওয়া

ঝুঁকে থেকে ফিরে গেছে

ছুঁয়ে আছে দীর্ঘ শুষ্ক চাওয়া।

কী জাগাও মৃতের শরীরে

বাকলে ওষুধ জেনে,

যারা সব এসেছে হৃদয়ে

অনন্ত ঘুম দিয়ে গেছে।