খবর

বুকারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিচারকম-লীদের সভাপতি ও ১৯৯৩ সালে বুকার প্রাইজ বিজয়ী লেখক রডি ডোয়েল বলেন, ‘উপন্যাসগুলো ‘অত্যন্ত সুন্দরভাবে লেখা এবং অত্যন্ত মানবিক’, শুনতে হয়ত কিছুটা ক্লিশে মনে হতে পারে, কিন্তু উপন্যাসগুলো পড়ার সময় আমার মনে হয়েছে ‘যদি একটু কম অহংকার থাকত, তাহলে ভালো গল্প হতে পারত’, কিন্তু আমার মনে হয় না এই বইগুলোর মধ্যে অহংকার আছে।’

এবছর বিচারক হিসেবে ছিলেন বুকার প্রাইজের দীর্ঘ তালিকাভুক্ত ঔপন্যাসিক আয়োবামি আদেবায়ো; অভিনেত্রী, প্রযোজক ও প্রকাশক সারা জেসিকা পার্কার; লেখক, সম্প্রচারক ও সাহিত্য-সমালোচক ক্রিস পাওয়ার এবং নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার ও বুকার প্রাইজের দীর্ঘ তালিকাভুক্ত লেখক কাইলি রেইড।

ক্রিস পাওয়ার বলেছেন, ‘এই বইগুলোর মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: সবগুলো উপন্যাসই পিতা-মাতা ও সন্তানের মধ্যে খুব শত্রু-ভাবাপন্ন সম্পর্ক তুলে ধরেছে।’

ইংরেজি ভাষায় লেখা যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ১৫৩টি বই থেকে প্রথমে ১৩টি বই নিয়ে দীর্ঘতালিকা এবং আগামীকাল ৬টি বই নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রত্যেক লেখক পাবেন ২৫০০ ইউএস ডলার আর্থিক সম্মানী এবং প্রতিটি বইয়ের বিশেষ সংস্করণ প্রকাশ করা হবে।

সম্পূর্ণ সংক্ষিপ্ত তালিকা:

১. সুসান চইয়ের ‘Flashlight’

২. কিরণ দেশাইয়ের ‘The Loneliness of Sonia and Sunû’

৩. কেটি কিতামুরার ‘Audition’

৪. বেনজামিন মার্কোভিটসের ‘The Rest of Our Lives’

৫. অ্যান্ড্রু মিলারের ‘The Land in Winter’

৬. ডেভিড সালাইয়ের ‘Flesh’

সংক্ষিপ্ত তালিকাভুক্ত অনেক লেখকই দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত, কারও কারও বইয়ের সংখ্যা ৫-১০ এরও অধিক। একজন লেখক তার তৃতীয় উপন্যাসটি লিখতে ২০ বছরেরও বেশি সময় নিয়েছেন। ৪ দেশ এবং ৩ মহাদেশের প্রতিনিধিত্বকারী লেখকদের মধ্যে বুকার বিজয়ী কিরণ দেশাই, সংক্ষিপ্ত তালিকায় থাকা অ্যান্ড্রু মিলার এবং ডেভিড সালাইয়ের পাশাপাশি প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন নতুন ৩ জন লেখক। কোনো উপন্যাস ২০০ পৃষ্ঠারও কম, কোনোটি আবার ৭০০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ প্রেমের কাহিনি নিয়ে রচিত।

আগামী ১০ নভেম্বর লন্ডনে ২০২৫ সালের বুকার প্রাইজ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ৫০,০০০ ইউএস ডলার আর্থিক সম্মাননা।