সব তোমাদের থাক

অনিন্দ্য অহম

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পৃথিবীর যত ইন্টেলেকচুয়ালিটি, যত প্যাট্রিয়টিজমণ্ড সবই তোমাদের থাক

এইসব হৈচৈ, কোলাহল, এইসব রাতজাগা টক শো- তোমাদের থাক

সেই একটি মাত্র বুদ্ধ কিংবা সবগুলো যুদ্ধ, সবই তোমাদের হোক

তোমরাই হও জগতের সবচেয়ে সাচ্চা এবং শ্রেষ্ঠ মিথ্যুক লোক

যাবতীয় মেধার পালঙ্কে তাবৎ অনিদ্রা হোক তোমাদের সাথী

সাইবার দেয়াল ক্লাউডের স্তূপজুড়ে থাক তোমাদের গ্রাফিতি

মর্ত্যের সব ভুষণ-দূষণের গায়ে লেগে থাক তোমাদের ছাপ

সব তোমাদের হোক- যত শান্তি, অশান্তি ও বিগ্রহের সংলাপ

যত বুদ্ধি, প্রজ্ঞা, বিশ্লেষণ, বিবেক ও বোধ- সব তোমাদের থাক

তোমাদের সাহস ও ভয়ে সব বারুদ ও গোলাপ একসাথে ফুটে যাক

তোমরা হও সবাই ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, সুপার হাইপারসনিক

তাবৎ কূট ও রাজ নীতি-দর্শন ঘর্ষণ-বর্ষণে তোমরাই অতুল মোড়ল ক্রিটিক

আমি পড়ে রবো বেখেয়ালের অসীম শূন্যতায় নির্জন প্রশান্ত নির্বাসনে

সকল দারিদ্র্যে, রিক্ততায়, মূর্খতায়, আহাম্মকির গাঙে স্বচ্ছ নিমজ্জনে