অবিরত নদী
তৌহিদুল হক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নির্জনে, একাকিত্ব ভোগের পথশালায়
বসে অতীতের জীবনরেখায় কত
ঘটনাপঞ্জি ভেসে ওঠে
হৃদয়পটে, যেন বারোমাসি ফুল ভাসে হৃদয়ে।
অন্তরে জমা ব্যথা শব্দ হয়ে প্রচার চায়
সবাই যেতে পারে- স্মৃতির নোনাজলে
ভাসতে পারে কোনো জলরাশিতে।
তবে হৃদয়ে ভাসা মুখচ্ছবি আজও
ভাসে পুরোনো দোলে
ভাসিয়ে দিয়ে কান্নায়।
এক সৌহার্দ্য রেখে, অভিনয় করে
বাঁচার বাসনা আজও রেখে যায়
ক্ষীণ আশা- একা বসলে, নীরবতা।
মুক্তির লক্ষ্যে অবুঝ চাওয়া, সবুজ প্রকৃতি
চারপাশে কিছু অন্বেষণ
আমার দু’চোখ, অবিরত নদী।
