পথপর্ব
সুভাষ সরকার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এখনও খানিক বাকি। পৌঁছতে যেটুকু সময়।
আনন্দপ্রহরে জেগে বসে দীর্ঘক্ষণ যদি তুমিও একাকী,
বাকিটা না- হয় আমরা দুজন কল্পজোরে হাঁটি।
আমিও বিরহ বুঝি, সীমাহীন দূরত্ব বুঝি ভূমি ও আকাশে কতটা।
বটবৃক্ষ পারে। মানুষ পারে না হাজার বছর ধরে একাকী থাকায়।
দৃষ্টির দখলে আকাশ যেটুকু, কোনো প্রান্তে তার কার কার বসবাস
এই তথ্য পেতে কুলিকের হাতে আঁকা গুপ্ত চিত্রখানি বহু কষ্টে আমি
সংগ্রহ করেছি বটে, এত আঁকিবুঁকি এত অর্থবহ তা, প্রকৃত উদ্ধারে
আরও কতদিন নিদ্রাহীন রাত্রিযাপন সম্ভবত মৃত্যু তার আগাগোড়া
সবটুকু জানে।
