আঁধারের আলো

আব্দুল আহাদ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পৃথিবীর বুকে তুমি যখন

পদার্পণ করেছ

তখনই হেরে গেছ,

এটা কিন্তু মিথ্যে নয়!

সত্য তো তখনই উন্মোচন হবে

যখন তুমি ভালো কিছু

করতে জানবে।

 

কৈশোর থেকে শুরু করে

জীবনযাত্রার পথ হবে তোমার,

সেই পথটাকে সুন্দর করতে হলে

কৈশোরের জীবনটাকে প্রাধান্য

দিতে হবে।

সেই প্রাধান্যটাই হলো তোমার

জীবনের জনকল্যাণ মুখর।

তোমার দিকে তাকিয়ে থাকবে

অবহেলিত মানুষগুলো,

সেই মানুষগুলোর মাঝে তুমি

আজন্মকাল বেঁচে থাকবে।

 

এটাই হয়তো মনুষ্যত্বের দৃষ্টান্ত প্রমাণ

হয়তো তুমি জিতেও যেতে পারো!

তোমার একটু কর্মের মাধ্যমে।