ভীষণ একা
রাইসুল এইচ চৌধুরী
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যেভাবে ভাবি যখন ভাবি
আসলে আমি ভীষণ একা
একলা সকাল, একলা বিকেল
একলা পায়ের নূপুর যেমন
ভীষণ একা;
একলা শালিক দিনের শেষে;
রাতের শেষে-
চুপটি করে থাকে একা
আমি তেমন ভীষণ একা!
ভীষণ একা, ভীষণ একা।
রাত পোহালে সকাল যেমন
নদীর জলে শ্যাওলা যেমন
কাকচক্ষু জলের নিচে
কানাবগি চক্ষু মেলে
যেমন করে একলা আকাশ
বয়ে চলে জীবনব্যাপী;
যেমন করে রোদের ঘ্রাণে
ডানা শুকোয় একলা বিকেল
আমি তেমন ভীষণ একা
ভীষণ একা, ভীষণ একা।
দিবস কাটে একলা আমার
রাত্রি কাটে একলা আমার
নাইতে গেলে দিঘির জলে
কত শত প্রশ্ন জাগে!
শাপলা-শালুক, শামুক-ঝিনুক
সবাই বুঝি একলা এমন!
কষ্ট লুকোয় বুকের কোণে
অশ্রুবিহীন চোখের কোণে
সবাই কেন একলা চলে!
পৃথিবীটা একলা যেমন
আকাশের চাঁদ একলা যেমন
আমি তেমন ভীষণ একা
ভীষণ একা, ভীষণ একা।
