কঙ্কাল
টি এম কায়সার
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এমন মরব-
দীর্ঘ চুম্বনের পর যেন স্থির ঝুলে আছি তোমার অধরে
একবিন্দু বরফের মতো!
মাংস খসেছে তবু দুজনের যৌথ করোটি-
স্থিত ও অবিচ্ছেদ্য
বহু বহু বহু বর্ষ পরও!
আর কোনো প্রত্ন জাদুঘরে-
পুরাণবিদ সাজিয়ে রাখছে
আমাদের সংঘবদ্ধ ক্ষয়িষ্ণু কঙ্কাল
