সাতমাথা

রফিক রইচ

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সাতমাথা মাথা নয় সাতখান রাস্তা,

এইখানে টি.ভি দেখে কেউ খায় নাস্তা।

পেপারেতে চাকরিটা খোঁজ করে বেকারে,

তালা সাড়ে খটখট তালাবাজ মেকারে।

চটপটি ফুচকা ও যায় পাওয়া হালিম,

ফলমূল সবকিছু যায় পাওয়া ডালিম।

যানজট মহাজটে দ্যায় মাথা চক্কর,

ভাব ধরে কেউ কেউ মারে শুধু মক্কর।

রঙ্গের হাট বসে এ মাথায় রোজ রোজ,

কত লোক আসে যায় কে- রাখে কার খোঁজ।