রোদ্দুর পাহাড়ে

মাসুদ মুস্তাফিজ

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মেঘদূতের সারাবেলা- চোখের চৌকাঠে দাঁড়িয়ে থাকে লীলাবতীমেঘ

এই আয়ুরোদে কামনার আঙুলে জমে উঠুক ছলনাময়ীবৃষ্টির আত্মবিশ্বাস

বিস্তীর্ণ মনের উঠোনে রবীন্দ্রসংগীত বেজে যায় জনমনের সন্ধেবেলায়-

ওগো দূরগামী বেদনা- হৃদয়ের আকাশগঙ্গায় আমার সময় ভিজছে সন্ত্রাসে

আলতাপথে বসেথাকা অপার্থিবআলোকে তোমাকে পাবার ব্যাকরনি পোর্ট্রেট!

আমার কার্তিকীশোকের স্মৃতিকথার ঠোঁটে ডিলান জেগে থাকে বিসংবাদী

নন্দনবৃষ্টি মগজের কারুরেখার পার্বণরাতে সেই রেখাগুচ্ছ ঘিরে

সহসাই রোদের অপাঠ্য অনন্ত বাতাসের ঘ্রাণে অকারণ পলাতক হয়ে যাই!