সেই ডিসেম্বর

জহুরুল ইসলাম

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এই যে মাটি-

এখানে একটু বসে দেখো- আহা! কী শান্তি।

একটা হলুদ গামছা পেতে বসো,

কিংবা এই ঘাসের উপর।

ঠিক এই মাঠের মুখোমুখি-

কী, মনে পড়ে সেইসব মুখগুলোর কথা?

বাতাসে কান পেতে রাখো-

শোনা যায় সেই দিনের মিছিরের আওয়াজ?

একদম নদীর গর্জনের মতো।

তারাই তো রেখে গেছে আমাদের জন্য এই আলো, হাওয়া, মাটি।

এই যে ঘাসের কচি মুখগুলো,

তাদের বুকের ভেতর আজও রক্তের গন্ধ বয়ে বেড়ায়-

ভোরের প্রার্থনায় তাদেরও চোখে জল ঝরে।

এই যে পাখির ডাক-

এও কী সেই ডিসেম্বরের মিছিলের আওয়াজ!