তোমাকে ছাড়া
জিল্লুর রহমান শুভ্র
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তোমাকে ছাড়া কী চলবে না আমার?
চলবে
বুকের ভেতর বিছিয়ে রেখেছি শারদীয় সুঘ্রাণ,
দুধশাদা পালকের জড়াজড়ি,
মুঠো ঘুম, আর
একটু দূর থেকে হেঁটে আসা সকাল।
মৌনতার ভয়ে যখনই তালুবন্দি নক্ষত্ররা গেছে সরে
পাথরে রেখেছি চুম্বন
দীঘল সমুদ্রস্নান শেষে যদি না-ও ফিরে আসো
হাতের বাজুতেই খুঁজে নেবো তোমার নীল ময়ূরি।
জোছনার রেণু মেখে, নিরন্তর হাঁটুজল ভেঙে
সুদূরতমর কবজ পরে যদি চলে যাও অচেনা গান্ধারে
কোলাহলের মৃত্যু হলে অশ্বখুরে ধ্বনিত কুচকাওয়াজ ছেড়ে
ছাইরঙা সারসদের উড়ন্ত প্রণয়ের এই বেলাভূমি ছেড়ে-
মনে রেখো
পথেরও পথ আছে, আছে আকাশেরও আকাশ;
...তোমার ফেলে যাওয়া ভারাক্রান্ত রাতে
সম্মোহনের ফুল হয়ে ফুটব।
