জাল
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দালান জাহান
নতুন রূপে ফিরে আসে পুরোনো শকুন
ফিরে আসে বারেবারে পুরোনো সে খুন
বিজয়ীর রক্তে প্লাবিত ভূমি কান্না করে রোজ
রক্তখচিত পতাকা করে মুক্তিযোদ্ধার খোঁজ।
আজও স্টেশনে দাঁড়িয়ে পতাকা বেঁচে
হিন্দু পাড়ার ব্রাহ্মণ ছেলে তপন সুবিমল
ঘুষাই বাবু পোড়ে মরলেও এখনও তাদের
ছেড়ে যায়নি একাত্তরের জল।
মস্তিষ্কের নদী থেকে মৎস্য নিয়ে যায়
পৃথিবীর চেয়ে বড়ো পুরোনো এক জাল
অন্ধকারের ঘোড়ায় আসে রাক্ষস কুমির
পাড়ে বসে চিতা বলে! আহা শিল্প শুধু লাল!
