ভালোবাসার সূত্রপাত
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রবিউল রতন
বিজয় মানে-উল্লাস
পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত,
ত্রিশ লাখ শহীদের নিটোল প্রাণের আত্মদান।
কলঙ্কের শেষ অধ্যায় ভেঙেচুরে
পুবের আকাশে একটি নতুন সূর্য;
লাবণ্যের ঠোঁটে
জ্যোৎস্নার হাসির রজনী,
বিজয়ের বেটোফেন কোলাহল।