গল্প
শিকারির ফাঁদে বক
প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তারেক হাসান

বিলের নামটি বৌলি বিল। বছরের অধিংকাশ সময় পানি থাকত। বিলের মধ্যে কিছু উঁচু ডিবি ছিল, যখন বিলের পানি কমে যেত তখন ডিবিগুলো ভেসে উঠত। কিছু ইঁদুর নিজের খাবার সংগ্রহ করার জন্য ও নিরাপদে থাকার জন্য পানি সাঁতরে ওই ডিবিগুলোতে গর্ত খুঁড়ে নিজের বাসস্থান বানাত। মাঝেমধ্যে দিনের বেলাও বের হতো। আর সেই ডিবিগুলোর আশপাশে পানি কম হওয়ায় বক আসত তার শিকারের আশায়। কিন্তু কিছু মানুষ বক শিকারের জন্য ফাঁদ পাতত। বক বিশেষ করে খুব ভোরে বের হয় খাবারের সন্ধানে, প্রায় প্রতিদিন সেই ডিবির কাছে এসে যেখানে অল্প পানি, সেখানে বসত। একদিন এক শিকারির নজর পড়ে সেই বকের দিকে। মনে মনে ফন্দি আঁটতে থাকে কীভাবে বকটাকে শিকার করা যায়। দু’তিন দিন খেয়াল করল বকটা কোন জায়গায় সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করে। পরে একদিন রাতের বেলায় এসে সে জায়গায় ফাঁদ পেতে রেখে গেল। খুব ভোরেই বক চলে এলো প্রতিদিনের মতো খাবারের সন্ধানে। এসেই তার জায়গায় পা রাখল। হঠাৎ একটা মাছ দেখে বক যখনি সামনে দৌড় দিল, তার একটি পা আটকে গেল শিকারির ফাঁদে। ডানা ঝাপটাতে লাগল বক, ডানা ঝাপটানোর শব্দ পেয়ে গর্ত থেকে বেরিয়ে এলো ইঁদুর; ও বুঝতে পারল শিকারির ফাঁদে আটকা পড়েছে। ইঁদুর এদিক-সেদিক তাকালো দেখল আশপাশে কেউ নেই। এবার ইঁদুর বককে ফাঁদ থেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে গেল। ইঁদুর আস্তে আস্তে বকের কাছে গেল ও তার দাঁত দিয়ে বকের পায়ে আটকানো ফাঁদটি কেটে দিল। বক মুক্ত হয়ে ইঁদুরকে বলল আমাকে শিকারির হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তোমার উপকারের কথা কোনোদিন ভুলব না। ভালো থেকো বন্ধু, এই বলে বক উড়াল দিল। আর ইঁদুর তার গর্তের মুখেই ঘাপটি মেরে রইল। কিছুক্ষণ পর শিকারি এলো। এসে দেখে তার শিকারের ফাঁদটি কেটে টুকরো টুকরো করে ফেলেছে। শিকারি আফসোস করতে করতে চলে গেল। কিছুদিন পর বন্যায় সেই ডিবি তলিয়ে যায়, আর সেই ইঁদুর লোকালয়ে একটি নারকেল গাছে আশ্রয় নেয়। তার পাশেই বাঁশবাগানে বাস করত সেই বক; কিন্তু সেটা ইঁদুর জানত না। বন্যার কারণে সাপও আশ্রয় নেয় লোকালয়ের বিভিন্ন ইঁদুরের গর্তে অথবা উঁচু উঁচু গাছে। যে গাছে ইঁদুর থাকত সেখানে একটি সাপ আক্রমণ চালায় ইঁদুরের ওপর। সেই বক তখন ওই নারকেল গাছের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তার চোখে পড়ে আক্রমণের দৃশ্য। ইঁদুর নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে; কিন্তু নিজেকে মুক্ত করতে পারছে না। বক তাদের কাছে এসে আক্রমণ চালায় সাপের ওপর, বক সাপের গায়ে আঘাত করতে থাকে। বকের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে ছেড়ে দেয় ইঁদুরকে ও সেই গাছ থেকে নেমে আসে। তখন ইঁদুর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ধন্যবাদ বন্ধু আমার বিপদে এগিয়ে আসার জন্য। বকও নিজেকে ধন্য মনে করে উপকারের প্রতিদান দিতে পেরে। ইঁদুর বুঝতে পারল এ গাছ তার জন্য নিরাপদ নয়, তাই সে মাটিতে চলে আসে ও নতুন একটি গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নেয়। আর এভাবেই উপকারের প্রতিদান দেয় বক।
