একতারা যেই ছন্দ তোলে
ভাটি-বাউল গানে
ভালো লাগায় দোলে হৃদয়
সবাই কিন্তু জানে।
বাঁশের বাঁশির সুরটা বাজে
তবলা ঢোলের তালে
মন জুড়ে যায় বাংলা গানে
বন্দি করে জালে।
ভাটি-বাউল গানের বাহার
বাজে ক্ষণে ক্ষণে
লোকগানের সুরের ধারায়
দাগ কেটে যায় মনে।
ভাটি বাংলার সবাইকে খুব
বাংলা গানে টানে
ছন্দে-সুরের মূর্চ্ছনায় তাই
সাড়া ফেলে প্রাণে।