২০ ইসরায়েলি গুপ্তচর আটক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তারা সাম্প্রতিক মাসগুলোতে ২০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ইসরায়েলি গুপ্তচর সংস্থার সদস্য বলে অভিযোগ করা হয়েছে এবং সতর্ক করে দিয়েছে, তাদের সঙ্গে কোনো রকম নমনীয় আচরণ করা হবে না এবং একটি উদাহরণ তৈরি করা হবে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, ২০ জন সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট সংখ্যা জানাননি। ইরানি গণমাধ্যম জাহাঙ্গিরির উদ্ধৃতি দিয়ে বলেছে, বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর ও এজেন্টদের প্রতি কোনো নমনীয়তা দেখাবে না এবং কঠোর রায় দিয়ে তাদের উদাহরণ তৈরি করবে। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পরে সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে। ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত একজন পারমাণবিক বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দেওয়ার কয়েকদিন পর এ ঘোষণা আসে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জুনে ইরানে ইসরায়েলি বিমান হামলার সময় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে তথ্য প্রদানের জন্য রুজবেহ ওয়াদিকে ফাঁসি দেওয়া হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এ বছর তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, জুন মাসে ইসরায়েল ইরানের ওপর ১২ দিনের বিমান হামলা শুরু করে। তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায়।