ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক প্রত্যশা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক প্রত্যশা

রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা এমন বিষয় নয় যে, আমরা কখনো পরির্বতন করতে পারবো না। সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা যে কোনো বিষয় পরিবর্তন করবো। নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করবো। বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য। দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে। সম্প্রতি কদমতলী থানা বিএনপি আয়োজিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, আমাদের যে লক্ষ্য, দেশ ও দেশের মানুষের জন্য আমরা সে কাজগুলো করবো এবং সঠিকভাবে বাস্তবায়নে সক্ষম হবো। আত্মবিশ্বাস নিয়ে মানুষের কাছে তুলে ধরবেন। এদিকে, প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বক্তারা বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ। আর এই জয়লাভের পর ঐক্যমত্যের জাতীয় সরকার ৩১ দফার আলোকে রাষ্ট্রে রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, ড. মাহাদি আমীন, সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল, ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ৬৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিগত ১৭ বছরে পরিবার ও বাড়ি ছাড়া ছিলাম। ভবিষ্যতে নতুনদের কল্যাণে কাজ করে যেতে চাই। অন্যদিকে ৬০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব শওকত বলেন, ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক এমপি আলহাজ সালাহ উদ্দিন সাহেবের আদর্শ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ তানভীর হোসেন রবীনের নেতৃত্বে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিগত দিনে অসংখ্যা মিথ্যা মামলা ও জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকের ৩১ দফা দেশ ও মানুষের জন্য অপরীসিম কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত