বোয়ালখালীতে ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লালার হাট ডিসি সড়কে রায়খালী খালের ওপর অবস্থিত ‘মাইল্লের পুল’ নামে পরিচিত সেতুটি এখন ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে। ব্রিজটির এক পাশে সৃষ্ট গর্ত ক্রমেই বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন-চার মাস আগে গর্তটি দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের মেরামত হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। ব্রিজের কাছাকাছি রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।
ফলে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। স্থানীয় সোনিয়া দত্ত বলেন, ‘আমার ছেলে-মেয়ে প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুলে যায়। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই। ’অটোরিকশাচালক মো. ইউচুপ বলেন, তিন-চার মাস ধরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। জানি না কখন কী হয়ে যায়।’ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সেতু মেরামতের দাবিতে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
এখন অনেকেই ব্রিজটি বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছেন যতদিন না এটি নিরাপদ করা যায়। এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে গর্তটি ভরাট করার সুযোগ এখন নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অনুদানের আবেদন করব। অনুদান পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
তনি আরও জানান, ‘ব্রিজটি নির্মাণের সময় খালটি ছোট ছিল। এখন ভাঙনের ফলে খাল বড় হয়ে গেছে। সেই তুলনায় ব্রিজটি ছোট হয়ে পড়েছে। তাই নতুন একটি ব্রিজ নির্মাণের জন্যও আবেদন করা হয়েছে।
