হাটহাজারীর কাচারী সড়কে তীব্র যানজট

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুমন দাশ গুপ্ত, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীর পৌরসদরস্ত কাচারী সড়কটি খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে ট্রানজিট সড়ক হিসেবে বিবেচিত। এছাড়াও এই সড়কে পৌরসভা, সাবরেজিস্ট্রার, ট্রমাসেন্টার ও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে কার্যালয়ে অবস্থিত। এই সড়কের দুইপাশে মার্কেটগুলোতে আসা ক্রেতারা কেনাকাটা করতে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে। সেই সঙ্গে অবৈধ অটোরিকশা ও সিএনজি ব্যাক্তিগত পরিবহন ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এবং সড়কের দুই পাশে দোকানদাররা দোকানের সামনে পণ্যের পসারা সাজিয়ে ফুটপাত দখল করার ফলে পথচারীদের চলাচলে ব্যহত হচ্ছে। এছাড়া দোকানের পণ্যবাহী বড় গাড়িগুলো দিনের বেলায় সড়কের উপর দাঁড়িয়ে পণ্য উঠানামা করার কারণেও সড়কের অধিকাংশ জায়গা দখল হয়ে যায়। যার ফলে তীব্র যানযট সৃষ্টি হয়।

পৌর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এমএ শুক্কুর জানান, এই সড়কটি পরিমাপ করলে দৈর্ঘ্য ৬০ফুট, আবার কোথাও কোথাও ৮০ফুটও রয়েছে। এই দখলকৃত জায়গা উদ্ধার করে সড়কটি প্রশস্ত করতে চাইলে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া দিনের বেলায় ব্যবসায়ীরা সড়ক দখল করে পণ্য উঠানামা বিষয়টি প্রশাসন নির্দেশনা প্রদান করলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পৌর নির্বাহী প্রকৌশলী এমজেড আনোয়ার জানান, আমি কিছুদিন হচ্ছে যোগদান করেছি। এই বিষয়ে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মুহাম্মাদ ফারহান জানান, আমাদের দপ্তরের সার্ভেয়ার কাগজপত্র যাচাই বাচাই করে জায়গা নির্ধারণ করে নোটিশ প্রদান করা হবে। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সরকারি ১নং খতিয়ান জায়গা আছে কি না সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছি। এছাড়াও অন্য কোনো দপ্তরের জায়গা থেকে থাকলে আমাদের সহযোগিতা চাইলে আমরা স্থানীয় প্রশাসন হিসেবে তাদের সহযোগিতা করব। এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী চৌধুরী রওশন ইসলাম জানান, আমদের যে জায়গাগুলো রয়েছে তা সনাক্ত করে এবং যারা দখল করে আছে তাদেরকে নোটিশ প্রদান করব। পরবর্তীতে অভিযান পরিচালনা মাধ্যমে উচ্ছেদ করা হবে। এছাড়াও কোনো আইনি জটিলতা যদি থাকে, তা আইনি প্রক্রিয়া শেষ করে তা ফেরতের ব্যবস্থা করি।