ফটিকছড়িতে উদ্ধার মেছোবাঘ চিড়িয়াখানায়

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ির লোকালয়ে আসা মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন- গতকাল শুক্রবার বিকালে মেছোবাঘটি হস্তান্তর করা হয়। এরআগে গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়িতে কৃষক মুহাম্মদ ইয়াকুবের পাতানো ফাঁদে আটকা পড়েছিল এ মেছোবাঘ। ফাঁদে আটকে থাকা বন্যপ্রাণীটি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। কৃষক ইয়াকুব জানান, প্রতিদিন রাতে তার হাঁস-মুরগি খেয়ে ফেলতো মেছোবাঘটি। তাই সে ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদেই ধরা পড়ে প্রাণীটি। এটির ওজন আনুমানিক ১৫ কেজি হতে পারে। স্থানীয়রা প্রাণীটির শরীরের গঠন ও আচরণ দেখে এটিকে মেছোবাঘ বলে সনাক্ত করেন। নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম জানান, এটি মেছোবাঘ, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাণীটি হেফাজতে নেওয়া হয়।