হস্তশিল্পে নারী উদ্যোক্তা স্বাবলম্বী

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিকাশ নাথ, বোয়ালখালী

জীবন সংগ্রামে মাথা তুলে বেঁচে থাকার লড়াইয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলেছেন নারীরা। এ সংগ্রামের গল্প অনুপ্রাণিত করে সমাজকে।

একজন নারী নিজের চাওয়া-পাওয়া কে বির্সজন দিয়ে দুঃখ-কষ্টকে ছাপিয়ে গিয়ে হয়ে উঠেন আত্মপ্রত্যয়ী। অভাবের সংসারে আর্থিক সচ্ছলতার জন্য সেলাই, ব্যাগ তৈরি ও এমব্রয়ডারির কাজের প্রশিক্ষণ নিয়ে ঘরে পোশাক ব্যাগসহ বিভিন্ন গৃহস্থলী সরঞ্জাম তৈরি করে দোকানে বিক্রির মাধ্যমে সংসারে আর্থিক সচ্ছলতার দেখা পান বিবি আয়েশা।

তিনি এইচএসসি পাসের পর বিএ পড়লেও ফাইনাল দিতে পারেন নি অভাবের কারণে। তারপর বিয়ের পিড়িতে বসেন। স্বামী ছিলেন ব্যবসায়ী। লোকসানের কারণে গুটিয়ে নিতে বাধ্য হয় ব্যবসা। অভাবের করাল করাল গ্রাসে নিমজ্জিত সংসারে পড়ালেখা জানা বিবি আয়েশা হাল ধরেন।

বিবি আয়েশা বোয়ালখালী যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ও ইউটিউব দেখে কুশি কাটার কাজ শিখেছেন।

তিনি কাজ শিখে এ পযন্ত ৩০ জন নারীকে হস্তশিল্পের উপর হাতে- কলমে প্রশিক্ষণ দিয়েছে এবং বিবি আয়েশার বাসায় এসে কাজ শিখেছে প্রায় ১০ জন নারী। তিনি আগে অফলাইনে কাজ করতেন। বর্তমানে তিনি অনলাইনে কাজের অর্ডার নিয়ে নিদিষ্ট সময়ের মধ্যে পণ্য পৌঁছে দেন।

যে উপকরণ দিয়ে বিবি আয়েশা বিভিন্ন পণ্য তৈরি করে সেগুলোর উপকরণ হচ্ছে সুতা, উল, সামারি, ইয়ার্ন, মালাইকট, মিল্ক কটন। বিবি আয়েশা যে সব পণ্য তৈরি করেন সে গুলো হলো-নামাজের টুপি, পঞ্চ, বাচ্চাদের জুতা, টিস্যু কভার, টিভি কভার, বিভিন্ন ডিজাইনের ফুল, শীতের টুপি, গ্রাণি স্কয়ার, হাফ বডি, মাস্ক, পক্লা, এডপ্টার, হেয়ার ব্যন্ড, নেক ডিজাইন, ব্যাগ পার্স মোবাইল ব্যাগ।

বিবি আয়েশার জন্ম বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দ নগর গ্রামে। তিনি এ বছর উপজেলা মহিলা বিষয়ক কার্যলয় থেকে কাজের স্বীকৃতি হিসেবে জয়িতা পুরস্কার অর্জন করেছে।