সীতাকুণ্ডে পূজামণ্ডপ প্রতিনিধিদের সঙ্গে ইউপি সচিবদের মতবিনিময়

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে ইউপি সচিব ও বিএনপি জামায়াত নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১২টার সময় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ১১টি দুর্গাপূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতদের সঙ্গে ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনিয়ন বিএনপি ও জামায়াত নেতাদের এ মতবিনিময় সভায় আলোচনা হয় নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রত্যেক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মণ্ডপের আর্থিক অনুদানের বিষয় নিয়ে। এতে বিভিন্ন বিষয় তুলে ধরেন- পূজা উদযাপন পরিষদ ভাটিয়ারী ইউনিয়ন কমিটির সভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক ছোটন দাশ।