ফটিকছড়িতে সড়ক বেহাল
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম)

ফটিকছড়ির ভূজপুর-গাড়িটানা সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের কাজীরহাট বাজার হতে অন্তত এক কিলোমিটার অংশজুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়ে ডোবায় পরিণত হয়েছে। এমতাবস্তায় ব্যস্ততম এ সড়ক দিয়ে যান চলাচল দূরের কথা মানুষ হাঁটাও দায় হয়ে পড়েছে। বিগত এক বছর পূর্বে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি সংস্কারের কার্যাদেশ পেলেও তারা কাজ করেনি। এদিকে, ঠিকাদারের গাফিলতির কারণে সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন হয়নি সম্প্রতি এমন একটি খবর সামাজিক যেগাযোগ মাধ্যমে প্রচার হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে থাকে। অথচ জনগুরুত্বপূর্ণ সড়কটি পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়ির ব্যস্ততম বানিজ্যিক স্পট গাড়িটানার সঙ্গে যাতায়াতের একমাত্র মাধ্যম। অন্যদিকে, সড়কটির এমন করুণ অবস্থার ফলে হালদা রাবার ড্যাম দেখতে আসা দর্শনার্থীর সংখ্যা যেমন কমে এসেছে তেমনিভাবে বাণিজ্যিক জনপদ কাজীরহাট বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
ফটিকছড়ি এলজিইডি অফিস সূত্রে জানা যায়, কাজিরহাট-গাড়িটানা সড়কের ১০ কিলোমিটারের মধ্যে গত বছর ছয় কিলোমিটার অংশ সংস্কারের জন্য টেন্ডার হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনাগ্রহের কারণে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরেজমিনে দেখা যায়, দশ কিলোমিটার সড়কের মধ্যে কাজীরহাট সংলগ্ন এক কিলেমিটার অংশের কার্পেটিং উঠে গিয়ে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃষ্টির পানি জমে গর্তগুলো পানিতে টইটুম্বুর।
এদিকে, এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে চালকদের। বিশেষ করে রোগী পরিবহণে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসাগামী হাজারো শিক্ষার্থী ছাড়াও ক্রেতা-বিক্রেতারা বর্তমানে সড়কটি পরিহার করতে বাধ্য হচ্ছেন।
সড়ক ব্যবহারকারী সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, এ সড়কের কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলমান থাকায় গর্তগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কলেজ শিক্ষার্থী আবীর হাসান জানান, সড়কটি দিয়ে কলেজে যাওয়ার সময় কয়েক দফা জমা কাপড় নষ্ট হয়েছে। তাই বাধ্য হয়ে পথ পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে আসা যাওয়া করি। ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেন, অনেক চেষ্টা তদবির করে কাজিরহাট-গাড়িটানা সড়কটি উন্নয়ন করতে গত বছর টেন্ডার করানো হয়। কিন্তু দুর্ভাগ্য ঠিকাদার কাজ শুরু না করে ফেলে রাখেন।
