বদলে যাচ্ছে বোয়ালখালীর গ্রামীণ সড়কের চিত্র
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিকাশ নাথ, বোয়ালখালী (চট্টগ্রাম)

একটা সময় ছিল গ্রামীণ সড়কের বেহাল দশা। বর্ষাকাল ও বছরের অন্যান্য সময় গ্রামীণ সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল ছিল কষ্টকর। কালের বিবর্তনে সে গ্রামীণ সড়কে লেগেছে উন্নয়নের ছোঁয়া। দিন দিন পাল্টে যাচ্ছে চিত্র। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের নিরলস প্রচেষ্টা ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এর আন্তরিকতায় বোয়ালখালী উপজেলার গ্রামীণ সড়কের চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে দুর্যোগ ঝুঁকি হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, ধর্মীয় ও অন্যান্য অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা।
সরেজমিন ঘুরে দেখা যায়, বোয়ালখালী উপজেলার ২০২৫-২৬ এর অর্থ বছরে পোপাদিয়া, শাকপুরা, আহলা কড়লডেঙ্গা, আমুচিয়া, কধুরখীল, চরণদ্বীপ, শ্রীপুর খরণদ্বীপ, সারোয়াতলী ও পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়ন এখন দৃশ্যমান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থ বরাদ্দ থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা ও কাবিখা কর্মসূচির আওতায় বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। প্রকল্পগুলোর বাস্তবায়নের ফলে গ্রামীণ জীবনে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে খুব দ্রুত গতিতে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশের তত্ত্বাবধানে এসব প্রকল্প গুলোর কাজ এগিয়ে চলছে। এ প্রসঙ্গে বোয়ালখালী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের অবকাঠামোর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়।
