ফটিকছড়িতে ভাঁপাপিঠা বিক্রির ধুম

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম)

শীতকে কেন্দ্র করে ফটিকছড়িতে সকাল-সন্ধ্যায় গরম কাপড় জড়িয়ে ধোঁয়া উঠা ভাপা পিঠার স্বাদ পেতে দোকানে ভিড় করছে ক্রেতারা। উপজেলা বিভিন্ন প্রধান বাজার ও রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে এসব ভাপা পিঠা। সরেজমিনে দেখা যায়, উপজেলার নাজিরহাট ঝংকার মোড়, বিবিরহাট বাজার ২নাম্বার রাস্তার মাথা, দক্ষিণ ফটিকছড়ির নানুপুর বাজার, আজাদী বাজার, উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে ভাপা পিঠা। ক্রেতাদের চাহিদার কারণেই মৌসুমে ব্যবসায়ীরা ভাপা পিঠার দোকান বসেছে ওইসব বাজারের নির্দিষ্ট স্থানগুলোতে। শীতের সকালে আর সন্ধ্যার হাওয়ায় ভাসছে এ পিঠার ঘ্রাণ।