
হজরত মুহম্মাদ (সা.)-এর মৃত্যুর প্রায় আশি বছর পর ৯৩ হিজরি বা ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের অভিযানকে ভারতে ইসলাম প্রবেশের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হলেও ভারত জয়ের অভিযান শুরু হয় অনেক আগেই। দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.)-এর সময় আম্মানের শাসক ওসমান ইবনে আবু সাকাফি এবং তার ভাই মুগিরা ইবনে আবু সাকাফির দ্বারা প্রথম ভারত অভিযানের ইতিহাস জানা যায়। এছাড়া বিভিন্ন সময় আরব থেকে আসা মুসলিম বণিকদের মাধ্যমে মুহাম্মদ বিন কাসিমের অভিযানের অনেক আগেই ইসলামের সঙ্গে ভারতবাসীর পরিচয় ঘটে এবং অনেকেই ইসলাম গ্রহণ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
উত্তর হলো, রাজা চেরামন পেরুমল। যিনি প্রথম ভারতীয় হিসেবে রাসুল পাক (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। উল্লেখ্য যে, ‘চেরামন পেরুমন’ ছিল মূলত শাসকদের উপাধি।
যতদূর জানা যায়, দক্ষিণ ভারতের চেরা রাজ্যের (বর্তমান কেরালা) রাজা চেরামন পেরুমল ৬১৭ খ্রিস্টাব্দের কোনো এক রাতে স্বপ্নে কিংবা বাস্তবে চাঁদকে দ্বিখ-িত হতে দেখেন। এরপর তিনি তার রাজ্যের পুরোহিতদের কাছে এর রহস্য জানতে চান। কিন্তু পুরোহিতরা তাকে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে একদল আরব বণিক তার দেশে গেলে তাদের কাছ থেকে রাসুল (সা.) কর্তৃক চাঁদ দ্বিখ-িত হওয়ার ঘটনা জানতে পারেন। এরপর তিনি তার উত্তরসূরিদের কাছে রাজ্য ভাগ করে দিয়ে আরব বণিকদের সঙ্গে পবিত্র মক্কা গমন করেন এবং রাসুলুল্লাহ (সা.)-এর হাতে ইসলাম কবুল করেন। তখন রাসুল (সা.) তার নাম রাখেন তাজউদ্দীন।
ইসলাম কবুলের পর তিনি সাহাবি মালিক দিনারের বোন রাজিয়াকে বিয়ে করেন। এরপর মালিক দিনার এবং স্ত্রী রাজিয়াসহ ১৪ জনের একটি কাফেলা নিয়ে কেরালার উদ্দেশে মক্কা ত্যাগ করেন। স্বদেশে প্রত্যাবর্তনকালে ওমানের যিফার (বর্তমান ধোফার গভর্নোরেটের রাজধানী সালালাহ শহর) নামক স্থানে পৌঁছলে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
অসুস্থ অবস্থাতেই রাজা চেরামন পেরুমল মালিক দিনার মারফত তার পরিবারের কাছে পত্র লিখে অসিয়ত করেন যে, কাফেলাটি কেরালা পৌঁছলে তার পরিবার যেন কাফেলার সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসে। মালিক দিনারের কাছে চেরামন পেরুমলের এ পত্র পেয়ে কেরালার শাসকরা কাফেলাটিকে সম্মানের সঙ্গে বরণ করে এবং ইসলাম প্রচারের জন্য মসজিদ নির্মাণের অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে সপ্তম হিজরি অর্থাৎ ৬২৯ খ্রিষ্টাব্দে মালিক ইবনে দিনার কেরালার ত্রিসুর জেলায় একটি মসজিদ নির্মাণ করেন। চেরামন জুমা মসজিদ নামের এই মসজিদটিই সেই মসজিদ এবং এটিই ভারতের প্রথম মসজিদ।
প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরির বর্ণনায় ‘মুস্তাদরাক আল হাকিমে’ সংকলিত ৭১৯০ নং হাদিস থেকে জানা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দক্ষিণ ভারতের এক রাজা বিখ্যাত আদার আচার উপহার দেন। চেরামন পুরুমলই হচ্ছে হাদিসে উল্লেখিত সেই রাজা।
তথ্যসূত্র :
Dhofar Governorate – Wikipedia
সিন্ধু থেকে বঙ্গ-মনযূর আহমাদ
Cheraman Juma Mosque-Wikipedia Legend of Cheraman Perumals-Wikipedia Malik Dinar-Wikipediaভারতের প্রথম ইসলামী নিদর্শন চেরামান জামে মসজিদ- somoyeralo.com Cheraman Juma Masjid: A symbol of hope in times of discord-onmanorama.com