রোজার নিয়ত

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নাওয়াতু আন আসুমা গাদাম মিন শাহরে রামাদানাল মোবারক ফারযান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম।

ইয়া আল্লাহ! আমি তোমার উদ্দেশে আগামীকাল পবিত্র রমজান মাসের রোজা রাখার নিয়ত করেছি। কাজেই আমার এই রোজা কবুল কর। নিশ্চয়ই তুমি সবকিছু শুনতে পাও, সবকিছু জান।

রোজার নিয়ত আরবিতে উচ্চারণ শর্ত বা জরুরি নয়। মনের একাগ্রতা সৃষ্টির জন্য এই নিয়ত রচনা করেছেন বুজর্গানে দ্বীন। নচেত মনে মনে রমজানের ফরজ রোজা পালনের নিয়ত করলেই যথেষ্ট হবে।