ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হারামের কুফল

হারামের কুফল

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে দেহের গোশত হারাম মালে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন।’ (আহমাদ, দারেমী, বায়হাকী, শু’আবুল ঈমান, মিশকাত : ২৭৭২; ছহীহুল জামে’ : ৪৫১৯)। তিনি আরও বলেন, ‘হারাম দ্বারা পরিপুষ্ট দেহ জান্নাতে

প্রবেশ করবে না।’

(বায়হাকী শু’আবুল ঈমান, মিশকাত : ২৭৮৭; ছহীহাহ : ২৬০৯)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত