ইসলামি ইতিহাসের সবচেয়ে ফজিলত ও মর্যাদাপূর্ণ মসজিদ ‘মসজিদে কুবা’। কথিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করলে ওমরাহর সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এটি ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী হজরত মুহম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে এ মসজিদ নির্মাণ করেন। মক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই কুবা নগরীতে মসজিদে কুবা অবস্থিত। ‘কুবা’ একটি কূপের নাম। আর এই কূপকে কেন্দ্র করে গড়ে ওঠে কুবা নগরী। প্রতিষ্ঠার পর উসমান বিন আফফান (রা.), ওমর বিন আবদুল আজিজ (রহ.), উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আবদুল মাজিদ প্রমুখ শাসকরা মসজিদটির সংস্কার কাজ করেন। বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ মসজিদটির সম্প্রসারণ করা হয়। মসজিদে কুবার বর্তমান আয়তন ১৩ হাজার ৫০০ বর্গমিটার। এখানে ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদে কুবার মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোণায় চারটি সুউচ্চ মিনার। ১৯৮৬ সালে সর্বশেষ মসজিদের পুনর্নিমাণকালে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়। মসজিদের চতুর্দিকের সুবজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে।
আলোকিত ডেস্ক