ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

নিদাড়িয়া মসজিদ : বড়বাড়ি লালমনিরহাট

নিদাড়িয়া মসজিদ : বড়বাড়ি লালমনিরহাট

বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় প্রাচীন ও ঐতিহাসিক মুসলিম স্থাপত্য শিল্পের একটি অপূর্ব নিদর্শন এই নিদাড়িয়া মসজিদ। মুঘল আমলে নির্মিত এ মসজিদটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বড়বাড়ি বাসস্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দক্ষিণে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাটে অবস্থিত। মসজিদের শিলালিপিতে নির্মাণকাল ১১৭৬ হিজরি (১৭৫৫ইং) উল্লেখ রয়েছে।

ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত এ মসজিদের তিনটি গম্বুজ ও চার কোনায় চারটি মিনার এবং তিনটি দরজা রয়েছে। দুই কাতারে প্রায় ৪০ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারে। মসজিদটির দৈর্ঘ্য ৪২ ফুট এবং প্রস্থ ১৬ ফুট ৮ ইঞ্চি। মসজিদের সামনে গ্রামবাংলার কুঁড়েঘর সাদৃশ্যে একটি কক্ষ রয়েছে, সম্ভবত ইমাম সাহেবের বিশ্রামের জন্য বানানো। মসজিদের দক্ষিণ পাশে একটা কবর রয়েছে।

মসজিদটির নামকরণ নিয়ে কিছু মজার গল্প প্রচলিত আছে। কথিত আছে, মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খাঁর মুখে দাড়ি ছিল না, তাই মসজিদটি ‘নিদাড়িয়ার মসজিদ’ নামে পরিচিতি পায়। আবার অনেকের মতে, তার দাড়ি না থাকায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে, তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করবেন। পরে তার মুখে মাত্র একটি দাড়ি হয় এবং তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি নির্মাণ করেন। সে যাইহোক, তিনি মসজিদের জন্য ১০.৫৬ একর জমি দান করেন। যদিও এর বেশিরভাগ জমিই এখন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখলে রয়েছে। আল্লাহপাক তার দান কবুল করুন ও তাকে জান্নাতবাসী করুন, আমিন। মসজিদের পাশের কবরটি তার কবর হিসেবে ধারণা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত