বাহারি রকমের দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং সংরক্ষণের লক্ষ্যে এই প্রথম চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার কলেজ প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক। ফল উৎসবে বিভাগভিত্তিক স্টলে সজ্জিত করা হয় প্রায় ৪৩ রকমের দেশীয় ফল। বিভাগ ও ফলের তালিকা ছিল বাংলা বিভাগ : বেতুন, বৈঁচি, বেল¤ু^, কাঠ বাদাম ও তালের শাঁস। ইংরেজি বিভাগ : আনার ও ডালিম। ইতিহাস বিভাগ : পেঁপে। সমাজকল্যাণ বিভাগ : কামরাঙ্গা, জাম্বুরা ও বেল। অর্থনীতি বিভাগ : কলা, ডাব ও নারকেল। পদার্থবিদ্যা বিভাগ : তরমুজ। প্রাণিবিদ্যা বিভাগ : আমলকি, অড়বরই, বহেরা ও হরিতকি। রসায়ন বিভাগ : লটকন ও গাব। ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগ : ডেউয়া ও কাউ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ : জাম ও সফেদা। দর্শন বিভাগ : নুইন্যা, করমচা ও গুটি জাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ : জামরুল, ডুমুর, দেশি খেজুর। ব্যবস্থাপনা বিভাগ : আম। হিসাববিজ্ঞান বিভাগ : লিচু ও পেয়ারা। গণিত বিভাগ : কাঁঠাল। উদ্ভিদবিদ্যা বিভাগ : আনারস, ছাগলনাদি, আমড়া, বুতিজাম ও জগডুমুর। ভূগোল বিভাগ : চালতা, তেঁতুল ও লেবু।
উৎসব চলাকালীন সময়ে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।