পবিপ্রবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আয়োজনে পবিপ্রবিতে ‘মোটিভেশনাল অন অ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবিরের সভাপতিত্বে এ ওয়ার্কশপ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। আরো বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলের উপ-পরিচালক ড. রিতা পারভিন।
