ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ ও জরিমানা

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে উচ্ছেদ ও জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি অবৈধ দোকানপাট উচ্ছেদ ও দুই দোকান মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন আগে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। কিন্তু দুই-তিন দিনের মধ্যে আবারও সড়ক ও ফুটপাত দখল করে কয়েকটি দোকানপাট বসায় দখলদাররা। খবর পেয়ে কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরীক্ষক কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত, কালিয়াকৈর থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারীসহ অন্যরা। অভিযান চালিয়ে ওই বাজার এলাকায় সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট আবারও উচ্ছেদ করা হয়। এ সময় আইন অমান্য করায় কয়েকজন দোকানিকে আটক করা হয়। খবর পেয়ে ওই বাজার বণিক সমিতির লোকজন ঘটনাস্থলে আর অবৈধ দোকানপাট বসানো হবে না মর্মে জানালে তাদের জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এ সময় আবারও দোকান বসানোর অপরাধে কালাম মিয়া নামের এক দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভেজাল পণ্য বিক্রির অপরাধে লাবণী স্টোর-১ ও লাবণী স্টোর-২-এর মালিক দুলাল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ জানান, অভিযান চালিয়ে বাজার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এ সময় দুই দোকান মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ, খাদ্যে ভেজাল, ওজনে কারচুপির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত