ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য

বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মেসার্স রিপন স্টোর নামক একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার জীবননগর উপজেলার পানবাজার নামক এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার জীবননগর উপজেলার পেয়ারাতলা ও জীবননগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে রাইচ মিল, চাউলের আড়ত, শিশুখাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় জীবননগর পান বাজার এলাকায় অভিযানে মেসার্স রিপন স্টোর নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সালাউদ্দিন রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত