ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

রাণীনগরে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেপ্তার

রাণীনগরে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রাসেল উপজেলার কাটরাসিন গ্রামের মাহাবুব আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে। জানাগেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীর স্ত্রীর (৩০) সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে তোলে যুবক রাসেল। এরপর ইমুতে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে নানা অশ্লীল ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও ফেসবুক/ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে রাসেল। এ ঘটনা জানার পর রাসেলের সাথে সম্পর্ক ত্যাগ করে গৃহবধূ।

এরপর গত বুধবার রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধূর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জনকে ইমুতে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে থানাপুলিশ রাসেলকে রাতেই গ্রেপ্তার করে। রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত