ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স’মিলের হাউজে জমে থাকা পানিতে ডুবে জাহিদ হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়াস্থ ঝড়াধনীর টারী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শিশু জাহিদ তাদের বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখোঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে অবস্থিত আমিনুর রহমানের নামে এক ব্যক্তির পরিত্যক্ত স’মিলের হাউজের পানিতে জাহিদের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত