ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

১১৩ জন জটিল রোগীর মাঝে চিকিৎসা অনুদান বিতরণ

১১৩ জন জটিল রোগীর মাঝে চিকিৎসা অনুদান বিতরণ

২টি উপজেলার ১১৩ জন জটিল রোগীর মাঝে চিকিৎসা অনুদান বাবদ ৫৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অনুষ্ঠানে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি, প্যারালাইসড, স্ট্রোক, জন্মগত হৃদ রুগ এবং থেলাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে সমাজসেবা অধিদপ্তর এই চিকিৎসা সহায়তার চেক প্রদান করে। নবাবগঞ্জ উপজেলার ৮৩ জন রোগীর মাঝে ৪১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। হাকিমপুর উপজেলার ৩০ জন রোগীর কাছে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত