ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হিমালয় জয় করা সাফ জয়ী

অধিনায়ক আসিফকে উষ্ণ সংবর্ধনা

অধিনায়ক আসিফকে উষ্ণ সংবর্ধনা

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নিজ উপজেলা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ। তার আগমনকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজকরা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, এ বিজয় স্বাধীনতাকামী বিপ্লবীদের প্রতি উৎসর্গ করেছি। সংবর্ধনা দেয়ায় জেলা প্রশাসনসহ জেলা ক্রীড়া সংস্থা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ। তিনি আরো বলেন, বাফুফেসহ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। তিনি আমাদের সবসময় প্রেরণা দিচ্ছেন। আমরা তার কাছেও কৃতজ্ঞ। এ সময় আশরাফুল হক আসিফকে রাস্তার হাজারও মানুষ দুই হাত নেড়ে অভিনন্দন জানান। আসিফকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, শিক্ষার্থী, যুব-বৃদ্ধ সবাই অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, ঈশ্বরগঞ্জ বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ শাহ নূরুল কবির শাহীন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত