ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা হামিদের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা হামিদের মতবিনিময়

ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

গতকাল শনিবার সকাল ১১টায় দলটির ফয়লা রোডস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে বিএনপি নেতা হামিদ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতায় জড়িত হলে ছাড় দেয়া হবে না।

আপনারা ভয় ভিতিহীনভাবে সঠিক সংবাদ পরিবেশন করবেন। যে কোনো সমস্যায় আপনাদের পাশে আমি দাঁড়াবো।

এ সময় উপস্থিত সংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, দৈনিক সমকাল পত্রিকার জামির হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গোলাম রসুল, কালের কণ্ঠ পত্রিকার নয়ন খন্দকার, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু। এসময় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত